পিরোজপুরে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে ইমরান হোসেন ধলু (১৪) নামে এক কিশোরের মরদেহ আজ (শনিবার, ২৯ মার্চ) উদ্ধার করেছে পুলিশ।

মঠবাড়িয়ার বাদুরতলী এলাকার বাসিন্দা মনির হোসেন আকনের ছেলে নিহত ইমরান স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

ইমরান শুক্রবার (২৮ মার্চ) ইফতার শেষে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে আর ঘরে ফেরেননি।

স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কৃষকরা ধানক্ষেতের ভেতর একটি নালার পাশে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, 'এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্কুলছাত্রের মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।'

ইএ