আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপন অধিদপ্তরের উপসচিব এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. আব্দুল্লাহ আল ফারুক।
কর্মশালায় সিলেট জেলার নানা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট শতাধিক উদ্যোক্তা অংশ নেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপোর্ট এবং প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট ড. মো. মাহবুব আলম।
তিনি জানান, সারা বাংলাদেশে সকল উদ্যোক্তাদের মধ্যে যাচাই বাছাই করে ২০ হাজার জনকে কৃষি উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করা হবে। এর মধ্যে নারী উদ্যোক্তা ১২ হাজার ও যুবক উদ্যোক্তা থাকবেন ৮ হাজার।
সেরা উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ইনকিবউশন, যন্ত্রপাতি সহায়তা, প্রকল্প সহায়তাসহ বাজার সংযোগেও তাদেরকে নানান সহযোগিতা করে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলা হবে।
কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক সিলেট জেলার উপ- মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা ।