ক্রেতাদের পদচারণায় মুখর সিলেটের ঈদ বাজার

এখন জনপদে
বাজার
0

আর কদিন বাদেই ঈদ। তাইতো সিলেটে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার শতাধিক মার্কেট। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং পোশাকের দাম অনেকটাই স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক ক্রেতা।

সিলেটের পোশাকের দোকানগুলোতে শুধু দেশি নয় রয়েছে বিভিন্ন পোশাকের সমাহার। এর মধ্যে নজর কাড়ে বাহারি নকশা, ব্লক এবং হ্যান্ড পেইন্টে তৈরি পোশাক।

নতুন মডেলের পোশাক কিনতে দোকানগুলোতে ভিড় বেড়েছে নারী ও তরুণীদের। এবারের ঈদে তাদের পছন্দের তালিকায় রয়েছে সারারা, গারারা, কাঞ্জিভরম সিল্ক, অর্গাঞ্জা, গাদোয়াল, শামু সিল্কসহ বিভিন্ন ধরনের দেশী বিদেশি ড্রেস। তবে, বিক্রির তালিকায় শীর্ষে পাকিস্তানি পোশাক।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘এবার থ্রি-পিস এবং শাড়ির কালেকশনগুলো ভালো।’

ঈদকে কেন্দ্র করে প্রিয়জনের মুখে হাসি ফুটাতে অন্যান্য দোকানগুলিতেও জমে উঠেছে বেচাকেনা। তবে, দাম কিছুটা স্থিতিশীল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে ক্রেতারা।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘পাকিস্তানি পোশাকগুলোর প্রতি মেয়েদের ঝোঁক একটু বেশিই। আমিও প্রধান পোশাক হিসেবে পাকিস্তানি পোশাকই কেনা হয়।’

ক্রেতাদের পছন্দ অনুযায়ী নতুন বাহারি পোশাকের সমাহার সিলেটের সব মার্কেটে। বিক্রেতাদের প্রত্যাশা এবারের বেচাকেনা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হবে।

ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘আমরা আশা করছি যে গতবারের তুলনায় এবারের ঈদের বিক্রি ভালো হবে।’

ঈদকে কেন্দ্র করে সিলেটে হাজার কোটি টাকা বেচাকেনার প্রত্যাশা ব্যবসায়ীদের।

এসএইচ