ময়মনসিংহে ভোটার নিবন্ধন শুরু

এখন জনপদে
0

তথ্য সংগ্রহের পর সারা দেশে শুরু হয়েছে ভোটার নিবন্ধন কার্যক্রম। নিবন্ধন কেন্দ্রে নেয়া হচ্ছে নতুন ভোটারদের ছবি ও বায়োমেট্রিক। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের মুক্তাগাছায় আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বেলুন উড়িয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজ থেকে শুরু হওয়া ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় নিবন্ধন কেন্দ্রে সকাল থেকেই ছিল নিবন্ধনকারীদের দীর্ঘ লাইন। লাইনে দাড়িয়ে একে একে নিবন্ধন সম্পন্ন করেন। নারীদের উপস্থিতি ছিলো বেশি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, জেলায় ভোটার যোগ্য ১ লাখ ৯৪ হাজার ৮৩৬জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তালিকা থেকে বাদ যাবে মৃত্যুবরণকারী ৬৫ হাজার ৬১জন ভোটার। এদিকে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ পড়ে থাকলে কেন্দ্রে এসে ভোটার হতে পারবেন বলেও জানান তিনি।

এএইচ