প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম ওরফে পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত এ এফ এম আজিজুল ইসলামের স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে একই ঘটনায় নান্দাইল উপজেলা যুবদল নেতা মোবারক হোসেন উজ্জ্বল, আকরাম হোসেন ফেরদৌস ও জহুরুল হককে দল থেকে প্রাথমিক সদস্যসহ বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, বুধবার (১৯ মার্চ) তাদের বুঝানোর চেষ্টা করা হয়েছে। ইফতার যেহেতু ধর্মীয় আবেগের বিষয় তাই সেখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ককে কলেজ কর্তৃপক্ষ ইফতার অনুষ্ঠান করতে লিখিতভাবে অনুমতি দিয়েছে, সেখানে একই দলের আরেকটি ইফতার আয়োজন হবে এটি অযৌক্তিক। বিশৃঙ্খলা সৃষ্টি করে ইফতার মাহফিল পণ্ড করা চরম অন্যায়। বিষয়টি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
গত ১৩ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা ও পৌর শাখা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা (উত্তর) বিএনপি। ১০২ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে আহ্বায়ক করা হয় ইয়াসের খান চৌধুরীকে। পৌর বিএনপির কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলামকে।
কমিটি গঠন হওয়ার পর থেকেই বিএনপির মধ্যে বিরোধ শুরু হয়। পদবঞ্চিত নাসের খান চৌধুরী গ্রুপ ও পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম পিকুল গ্রুপ ইয়াসের খানের বিরোধিতা করছিলো।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, 'সকল পক্ষকে সমন্বয় করেই কমিটি দেয়া হয়েছিল। সামনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের দৌড়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান এগিয়ে গেছে, এমন ধারণায় এক ধরনের প্রতিযোগিতা ও মতপার্থক্য তৈরি হয়। আজিজুল ইসলাম পিকুলকে অনেকভাবে বুঝানোর চেষ্টা করা হয়, কিন্তু সে কথা শুনেনি।'
অব্যাহতিপ্রাপ্ত আজিজুল ইসলাম পিকুল সাংবাদিকদের জানান, অব্যাহতি প্রত্যাহারের জন্য দলীয় হাইকমান্ডের কাছে আপিল করা হবে।
এদিকে পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলামকে অব্যাহতি দেওয়ায় বিষয়টি তার সমর্থকেরা মানছেন না। অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে পিকুলের সমর্থকরা।
এদিকে বুধবারের হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিল কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় গুলি ও বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান গ্রুপের দুইজন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নান্দাইল পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।