বান্দরবানে ভোটার তালিকা হালনাগাদে শঙ্কা, সময় বাড়ানোর দাবি স্থানীয়দের

এখন জনপদে
0

৩ ফেব্রুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষদিন। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বায়োমেট্রিক ও ছবি তোলা নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। মেয়াদোত্তীর্ণ পরিষদ, নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতায় যথাসময়ে তথ্য হালনাগাদ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। এ অবস্থায় ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ানোর দাবি।

ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে নারী-পুরুষের দীর্ঘ অপেক্ষা। সবার অপেক্ষা ভোটার তালিকা হালনাগাদের জন্য। তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডম্যান কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি।

তবে, নতুন প্রশাসক আর অনবরত সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই সময়সীমা বাড়ানোর দাবি স্থানীয়দের।

নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় গেলো ২১ জানুয়ারি। এরমধ্যে সোনাইছড়িতে এখনো পরিষদের কার্যক্রম শুরু হয়নি। তবে, বাকিগুলোতে কার্যক্রম চলছে পুরোদমে।

পরিপত্র অনুযায়ী হালনাগাদ কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান, স্থানীয়রা আবেদন করেল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করতে পারে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সালাউদ্দীন আল-আজাদ বলেন, ‘কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই। ডকুমেন্ট পাচ্ছে না অনেকে। এক্ষেত্রে আমরা এখনো কোনো ব্যবস্থা না নিলেও স্থানীয় জনগণ আবেদন করলে সেই প্রেক্ষিতে আমি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দিতে পারি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা যুক্তিযুক্ত মনে করলে সময় বাড়াতে পারে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে চলমান হালনাগাদ কার্যক্রমের আওতায় প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৪৫ জন তথ্য সংগ্রহকারী এবং প্রতিটি ইউনিয়নে ২জন করে মোট ১০ জন সুপারভাইজার তথ্যসংগ্রহের কাজে যুক্ত।

এএম