৩ ফেব্রুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষদিন। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বায়োমেট্রিক ও ছবি তোলা নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। মেয়াদোত্তীর্ণ পরিষদ, নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতায় যথাসময়ে তথ্য হালনাগাদ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। এ অবস্থায় ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ানোর দাবি।