ভালোবাসা দিবস, দুই ঈদসহ বিভিন্ন সময়ে ইন্ডাস্ট্রিতে এসেছে অসংখ্য নাটক, যা দর্শকদের প্রত্যাশার অনেকটা পূরণ করেছে। শুধু বিনোদনই নয়, দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এসব নাটকের বাস্তব, জীবন ঘনিষ্ঠ চিন্তা।
কাজলের দিনরাত্রি
আলোচিত নাটকের মধ্যে বছরের প্রথম দিন টিভিতে প্রচার হয়, ভিকি জাহেদ পরিচালিত 'কাজলের দিনরাত্রি' সবচেয়ে বড় চমক। চলতি বছর মেহজাবীন অভিনীত মাত্র দু’টি নাটকের এটি একটি। আরেকটি বছর শেষে বাজিমাত করে বিরুদ্ধ-স্রোতের এক কর্মজীবী নারীর গল্প অনন্যা। দুটিতেই অভিনয় দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। কাজলের দিনরাত্রির অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ'র অভিনয় নাটকের দর্শকপ্রিয়তা বাড়িয়ে তোলে।
কাছের মানুষ
আলোচিত নাটক 'কাছের মানুষ' জায়গা করে নিয়েছে মানুষের মনে। পারিবারিক গল্প নিয়ে এক ঘণ্টার এ নাটকের নির্মাতা ইমরাউল রাফাত। এতে তিন ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব ও তানিয়া বৃষ্টি।
মেময়ার অব লাভ, নীল অপরাজিতা
দর্শকের মনে জায়গা করে নেয়া নাটকের তালিকায় জাহিদ প্রীতম পরিচালিত ও তানজিন তিশা অভিনীত দুটি নাটক। 'মেময়ার অব লাভ' ও 'নীল অপরাজিতা' বছরজুড়ে ছিল আলোচনায়। তানজিন তিশা ও তৌসিফ মাহবুব অভিনীত মেময়ার অব লাভ, ভালোবাসা দিবসের এ নাটকে মা শব্দটি ঘিরে ভালোবাসা ও আবেগ দর্শককে আন্দোলিত করে। আর চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা নিয়েই নীল অপরাজিতা'র কাহিনীতে অভিনয় করেছেন তানজিন তিশা ও মুশফিক ফারহান।
নোঙ্গর, কবর, যে প্রেম এসেছিল
এ বছর ভিন্নধর্মী গল্পে আলোচনায় ছিলেন পরিচালক রাফাত মজুমদার রিংকু। তার নির্মিত তিনটি নাটক 'নোঙ্গর', 'কবর' ও 'যে প্রেম এসেছিল' ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়। সত্য ঘটনার অনুপ্রেরণায় কবর ও দুই ছেলে মেয়ের গল্প যেখানে প্রেম বা রোমান্সের নয় এমন গল্পের নাটক নোঙ্গরে অভিনয় করেছেন জোভান ও ফারিণ। আর যে প্রেম এসেছিল নাটকে অভিনয় করেন ইয়াশ রোহান ও তটিনি।
কিডনি
গত ঈদে ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে ছিল কাজল আরেফিন অমি পরিচালিত 'কিডনি'। গ্রামের অতি সহজ-সরল মানুষদের ভুল বুঝিয়ে কিডনি কেনাবেচা চক্রের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এতে অভিনয় করেছেন জিয়াউল পলাশ, চাষী, শরাফ আহমেদ জীবন, পারসা ইভানাসহ অনেকে।
লাভ সেমিস্টার, বহিরাগত
জোভান ও নবাগতা নাজনীন নাহার নিহা'র বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমের গল্প নিয়ে 'লাভ সেমিস্টার'। প্রবীর রায় চৌধুরী পরিচালিত এ নাটকটি এবছরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও রুবেল হাসানের পরিচালনায় 'বহিরাগত' নাটকে বাস্তব জীবনের সঙ্গে মিল থাকায় পেয়েছে জনপ্রিয়তা। এতে অভিনয় করেছে অপূর্ব, তানজিম তটিনী, রুনা খান।
মিষ্টি প্রেমের গল্প, হাঁসি
ইয়াশ রোহান আর তটিনি অভিনীত 'মিষ্টি প্রেমের গল্প' বছরজুড়েই দর্শকমুগ্ধ করেছে। নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। মারুফ হোসেন সজীব পরিচালিত খাইরুল বাসার ও সাদিয়া আইমানের সাবলীল অভিনয়ে বছরের সেরা নাটকের জায়গায় স্থান করে নিয়েছে 'হাঁসি'।
হৃদয়ে হৃদয়ে, পথে হলো দেরী
বছর শেষে গল্প ও নির্মাণ দিয়ে প্রশংসিত ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালের দুটি নাটক 'হৃদয়ে হৃদয়ে' ও 'পথে হলো দেরী'। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত হৃদয়ে হৃদয়ে নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নবগতা নাজনীন নাহার নিহা। নির্মাতা জাকারিয়া সৌখিনের পথে হলো দেরী নাটকে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া। প্রচারের পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে নাটক দু'টি।
উড়াল পাখি
বছরের আলোচিত নাটকের তালিকায় যাকারিয়া সৌখিনের আরকটি নাটক 'উড়াল পাখি'। এ নাটকের গল্প, দৃশ্যায়ন আর অভিনয় দিয়ে প্রশংসায় ভাসছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।
আরও পড়ুন: বছরজুড়ে আলোচনায় ওটিটি'র কন্টেন্ট