৫০ হাজার রুপি বন্ডে চার সপ্তাহের জন্য তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় থিয়েটারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছিল হায়দ্রাবাদ পুলিশ। এর প্রেক্ষিতে আজ গ্রেপ্তারের পর আল্লু অর্জুনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে অল্লুর মামলার শুনানি হয়েছে। তবে আদালতের এ রায়কে চ্যালেঞ্জ করে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এই অভিনেতা। এ আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে এই অভিনেতার।
তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জুভাদি শ্রীদেবী বলেন, ‘এ ঘটনার জন্য অভিনেতাকে প্রাথমিকভাবে দায়ী করা যায় না। কারণ তিনি শুধু সিনেমার প্রিমিয়ারের জন্য প্রেক্ষাগৃহে গিয়েছিলেন।’
এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে সিনেমার নায়ক আল্লু আর্জুনের সাথে দেখা করতে সিনেমা হলে ভিড় করেন ভক্তরা।
এ সময় পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। নিহত ওই ভক্তের নাম রেবতী। ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।
ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। ওইদিনের ঘটনা বিবরণে সংবাদমাধ্যমে বলা হয়, জনস্রোত সামলাতে পুলিশ যখন হিমশিম খাচ্ছিলো তখনই পদদলিত হন স্বামী ও দুই সন্তান নিয়ে সিনেমা হলে আসা ওই নারী।