পপ সম্রাট মাইকেল জ্যাকসন, আশির দশক থেকে যার জনপ্রিয়তা আকাশচুম্বী কাকে নিয়ে কত কৌতূহলই না ভক্তদের। নাচ, গান ও ফ্যাশনে অপ্রতিদ্বন্দ্বী এ তারকার জীবন ও মৃত্যু ঘিরে রয়েছে রহস্য।
কোটি ভক্তদের অজানা সব উত্তর দিতে মৃত্যুর ১৪ বছর পর পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন। মাইকেল নামে এ বায়োপিকে জ্যাকসন হলেন তারই ভাতিজা জাফর জ্যাকসন।
লায়ন্সগেট প্রযোজিত এ ছবির চিত্রায়ন শুরু হয়েছে জানুয়ারিতে। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিকের প্রযোজক গ্রাহাম কিং জাফরের চিত্রায়নের প্রশংসা উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।
ফটোগ্রাফার কেভিন মাজুর মাইকেল চরিত্রে জাফর জ্যাকসনের তোলা জ্যাকসনের চরিত্রের অফিসিয়াল ফার্স্ট লুক ছবি প্রকাশের কয়েকদিন পরই ছবির সেট থেকে নতুন কিছু ছবি গণমাধ্যমে এসেছে।
ছবিতে জাফর জ্যাকসনকে একটি কালো টাই, কালো প্যান্ট, সাদা মোজা এবং কালো জুতোর সঙ্গে একটি সাদা শার্টে শুটিং সেটে দেখা যায়। মাইকেলের মতো কালো কোঁকড়ানো চুলও রেখেছেন তিনি।
অন্য একটি ছবিতে তিনি একটি বাদামি ক্রস-বডি ব্যাগ নিয়ে জাফর কোস্টার নিয়া লংয়ের (৫৩) পাশে দাঁড়িয়েছিলেন। কোস্টার ছবিতে মাইকেলের মা ক্যাথরিনের চরিত্রে অভিনয় করবেন। আর মাইকেলের বাবা জো চরিত্রে অভিনয় করবেন কোলম্যান ডোমিঙ্গো।
সংগীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্যাকসন। ২০১৯ সালে 'গট মি সিঙ্গিং' গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন।
সবকিছু ঠিক থাকলে অ্যান্টোইন ফুকোয়া নির্মিত এ বায়োপিক ২০২৫ সালের ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।