২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেল সর্বেশ মেভারা পরিচালিত সিনেমা 'তেজাস'। সিনেমাতে ভারতের বিমান বাহিনীর এক দুঃসাহসী পাইলটের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। মুক্তির প্রথমদিনই তেজহীন হয়ে পড়ে 'তেজাস'। দু’সপ্তাহ যেতে না যেতেই সিনেমা হল থেকে বিদায় নিল এই সিনেমা। তেজাসের বাজেট প্রায় ৭০ লাখ রুপি। বক্স অফিসের ঝুলিতে ৫.৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এমন অবস্থায় প্রায় ৬৮ কোটি রুপি লোকসান গুনতে হচ্ছে প্রযোজকের।
কুইন দিয়ে জাতীয় পুরস্কার এলেও গত আট বছরে ফ্লপ কুইন কঙ্গনা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছিল কঙ্গনার শেষ হিট সিনেমা। রোমান্টিক-কমেডি এই সিনেমাটি ২৫৫ কোটি রুপি বক্স অফিসের ঝুলিতে জমা করে। সিনেমাটির বাজেট ছিল ৪০ কোটি রুপি।
‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এর পর আর উঠে দাঁড়াতে পারেননি কাঙ্গনা। ‘কাট্টি বাট্টি’, ‘সিমরান’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘পাঙ্গা’, ‘থালাইভি’, ‘ধাকাড়’ ‘চন্দ্রমুখী টু’- এর পর ফ্লপের ধারা অব্যাহত। এর ৭টি সিনেমা থেকে আয় হয়েছে মাত্র ১৫০ কোটি রুপি।
এই অভিনেত্রীর সামনে এখন নতুন চ্যালেঞ্জ ‘ইমার্জেন্সি’। এই সিনেমায় দেশের সাবেক প্রধনমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ‘ইমার্জেন্সি’ পরিচালনার দায়িত্বেও আছেন কঙ্গনা নিজে, সিনেমাটি তৈরি হয়েছে তার প্রযোজনায়। মোদি-ভক্ত কঙ্গনা সিনেমাটি তৈরি করেছেন কংগ্রেস সরকারের শাসনকালে ঘোষিত জরুরি অবস্থা নিয়ে। সিনেমাটি ঘিরে যে বিতর্ক হবে তা পরিষ্কার। সিনেমাটি চলতি বছরে মুক্তির কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন কঙ্গনা।