সংস্কৃতি ও বিনোদন
0

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের প্রয়াণ

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শ্যাম বেনেগাল। ভুগছিলেন কিডনিজনিত রোগে। মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতালে সবশেষ তার চিকিৎসা চলছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ‘মন্থন’ নির্মাতা।

১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন শ্যাম বেনেগাল। এর পর ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’ এর মতো জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

কাজের সম্মাননায় শ্যাম বেনেগাল ভূষিত হয়েছেন পদ্মশ্রী (১৯৭৬), পদ্মভূষণ (১৯৯১)। ২০০৫ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।

আসু