ভূমিকম্পটির কেন্দ্র বিন্দু ছিল দিল্লির দুর্গাবাই দেশমুখ কলেজের পাশে। যে অঞ্চলটিতে প্রতি দুই বছরে একবার ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূ-কম্পন কেন্দ্র।
দিল্লিতে ভূমিকম্পের কিছুক্ষণ পরই বিহারের ভূ-কম্পন অনুভূত হয় বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইট বার্তায় দেশবাসীকে অস্থির না হয়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে যা যা করণীয় সবাইকে সে বিষয়ে সচেতন থাকার কথা বলেন তিনি।