এই সংগীত কিংবদন্তির ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়ার পর তার বোন খুরশিদ আউলিয়া পিটিআইকে জানান, তার ভাই গুরুতর অসুস্থ। ভারত আর বিশ্বের সবখানে তার যত ভক্ত আছে, আমরা তাদের প্রার্থনা করার অনুরোধ জানাই। দয়া করে তাকে এখনই শেষ করে দেবেন না।
এদিকে এর আগে জাকির হোসেনের মৃত্যু হয়েছে বলে ভারতের অধিকাংশ সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এমনকি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর বিষয়টি সন্ধ্যায় এই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জাকির হোসেনের বন্ধু বাঁশিবাদক ও সংগীতজ্ঞ রাকেশ চৌরাসিয়া।
জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।
এক বিবৃতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হুসেন অসুস্থ।’
শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।