সংস্কৃতি ও বিনোদন
0

বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত হলো দিনব্যাপী সূফী রাবত

দিনব্যাপী আয়োজিত হলো সূফী রাবত। বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলানায়তনে এই আয়োজন হয়। দিনব্যাপী নানা সূফী আলাপ ও কাওয়ালির মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

সূফী সংস্কৃতি, সূফীধারা, ঢাকার সূফী, লালন ও ইবনে আরাবি এবং সূফী কবিতা বিষয়ে আলাপ করেন নিজ জায়গায় বিশেজ্ঞরা।

দিন শেষে কাওয়ালি গেয়েছেন ঢাকার প্রসিদ্ধ নাদিম কাওয়াল ও তার দল। নাদিম তার কাওয়ালির যাত্রা নিয়েও নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

বাংলাদেশের প্রখ্যাত মার্ক্স চিন্তক ও উর্দু কবিতার অনুবাদক জাভেদ হুসেন সূফী কবিতা নিয়ে আলাপ করেন। লালন ও ইবনে আরাবী নিয়ে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো ডক্টর গোলাম নবী মজুমদার।

আয়োজক হিসেবে ছিলেন মীর হুযাইফা আল মামদূহ ও সাইয়েদ শাহবাজীর শাহবাজ ফাউন্ডেশন।

আয়োজক মীর হুযাইফা আল মামদূহ জানান, সূফীদের সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ বা রাবত করিয়ে দেওয়ার জন্য এই আয়োজন।

ইএ