পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই: ১৭৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৭

আটককৃত ব্যক্তিরা
আটককৃত ব্যক্তিরা | ছবি: এখন টিভি
5

ময়মনসিংহে মারামারি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলার করে হ্যান্ডকাফসহ আসামী ছিনতাই ও পুলিশ আহতের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; মো. সাগর আলী হাজী (৬০), তার ছেলে এ কে এম রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭) ও তার ভাই নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই দিঘারকান্দা এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় রাতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদি হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে ছিনতাইকৃত আসামীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল।’

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা।

আরও পড়ুন:

আহত রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল।

গতকাল বিকেল চারটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুলকে গ্রেপ্তার করে।

আসামি আরিফুলকে নিয়ে আসার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশো লোক লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান তারা। এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

এফএস