শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল উদ্ধার

জাজিরায় ককটেলসহ বিপুল বিস্ফোরক উদ্ধার
জাজিরায় ককটেলসহ বিপুল বিস্ফোরক উদ্ধার | ছবি: সংগৃহীত
0

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে যৌথ বাহিনীর অভিযানে ককটেলের সাদৃশ্য ৪৫টি ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উপকরণ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি ও চেরাগআলী ব্যাপারীকান্দি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে এগুলো উদ্ধার করা হয়েছে।

অভিযানে ককটেল ৪৫টি ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং কয়েকটি ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

অভিযানে পুলিশ, সেনাবাহিনী, ডগ স্কোয়াড ও এন্টি-টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম অংশ নেয়।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে মুলাই ব্যাপারীকান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হন। এ ঘটনায় বিস্ফোরক আইনে ৫৩ জনের নাম উল্লেখসহ মামলা হয়েছে।

এসএস