বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের উপ- পুলিশ কমিশনার (উত্তর) মো: এস এম শফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তার অংশ হিসেবে শুক্রবার মোটরসাইকেলটি উদ্ধার ও আসামী শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসেবে শনাক্ত করেছেন। আসামিদের গ্রেপ্তারসহ ছিনতাইকাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বাসন থানার জোগীতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর শাখার সদস্য।
আরও পড়ুন:
তিনি তার ব্যবহৃত আরওয়ান ফাইভ মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে জোগীতলা এলাকায় যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।
হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।





