সুনামগঞ্জ সদর থানা পুলিশের তথ্য মতে, মঙ্গলবার রাতে সদর উপজেলার নিয়ামতপুর এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী।
দীর্ঘক্ষণ সেখানে অভিযান পরিচালনা করে নিয়ামতপুরের একটি সেতুর নিচে খালি জায়গা থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে কাউকে আটকের সংবাদ পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।





