গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জুনাইদ খন্দকার (২৪) ও মো. হিমেল (২২)।
পুলিশ জানায়, এ চক্রটি এসপির পরিচয় দিয়ে চিরিরবন্দর এলাকার দুই ব্যবসায়ীর কাছ থেকে নির্বাচনকালীন পুলিশ বক্স স্থাপনের মিথ্যা আশ্বাস দেখিয়ে বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।
আরও পড়ুন:
ক্ষতিগ্রস্তরা পরে পুলিশ সুপারকে বিষয়টি জানালে তদন্ত শুরু হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে এ দুজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, এ চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণা চালাচ্ছিলো। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানানো হয়।





