থানা থেকে লুট হওয়া রিভালবারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ, ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত থানা থেকে লুট হওয়া রিভালবারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

সংবাদ সম্মেলন করে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। এসময় রিপন, জুয়েল, জাহিদ ও বাবা আরমানকে গ্রেপ্তার করে র‌্যাবের অভিযান পরিচালনা কারী দল।

আরও পড়ুন:

তাদের দেয়া তথ্য অনুসারে, বাবা আরমানের কাছ থেকে জার্মানের তৈরি পয়েন্ট ৩২ রিভালবার উদ্ধার করে র্যাব। এছাড়া বেশ কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, জব্দ করা রিভালবারটি থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ছিনতাইয়ের কাজে এ অস্ত্র ব্যবহার করতো অভিযুক্তরা।

এসএস