রাউজানে যুবদলকর্মী গুলিবিদ্ধ; হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

যুবদল কর্মী জানে আলম
যুবদল কর্মী জানে আলম | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের রাউজানে জানে আলম শিকদার নামে একজন যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আজ (সোমবার, ৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটছে।

স্থানীয়রা জানায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে দৃর্বত্তরা গুলি করে পালিয়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি রাউজানের সাবেক সংসদ ও বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানান স্থানীয়রা।

এসএস