হাদি হত্যায় জড়িত ফয়সাল-আলমগীরকে গ্রেপ্তারে তৎপর র‌্যাব: মহাপরিচালক

র‌্যাবের সংবাদ সম্মেলন
র‌্যাবের সংবাদ সম্মেলন | ছবি : সংগৃহীত
0

শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। আজ (রোববার, ৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে র‍্যাব ফোর্সেস পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয়।

আরও পড়ুন:

এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা যেন অবনতি না হয়, সে বিষয়ে র‌্যাব তাদের তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা কামনা করেন র‌্যাব ডিজি।

এসময় শরীয়তপুরের এমএফএস ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকারীদের খুব ‘দ্রুত সময়ে’ র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সেখানে র‌্যাব তাদের সর্বোচ্চ দিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও র‌্যাব কাজ করছে।’

এসএইচ