মেহেরপুরের বাজিতপুরে স্বর্ণের বারসহ আটক ২

স্বর্ণের বারসহ আটককৃত ২ জন
স্বর্ণের বারসহ আটককৃত ২ জন | ছবি: এখন টিভি
1

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন ভারতীয়। আজ (রোববার, ৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বাজিতপুর ক্যাম্প বিজিবি হাবেলদার শাহাজান সিরাজের নেতৃত্বে একদল বিজিবি নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে নিয়োজিত ছিলেন।

এসময় বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নাম্বার পিলাটের কাছে ওই দুইজনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে।

পরে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। এসময় তাদের কাছে থাকা ঘাসের বস্তার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এএইচ