গ্রেপ্তার দু’জন হলো—রামপ্রসাদ বর্মন ওরফে সৌরভ ওরফে রতন (৪২)। তাকে ডিএমপির বংশালের তাঁতীবাজার থেকে গ্রেপ্তার করা হয়। আরেকজন মো. মাজহারুল ইসলাম ওরফে মাজহার (৪৮)। তাকে গাজীপুরের কাপাসিয়ার কামড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছর ধরে চক্রটি ইউরোপে পাঠানোর কথা বলে যাত্রীদের প্রথমে নেপালে নিয়ে যেত। সেখানে বিশেষ স্থানে আটক রেখে চালানো হতো অমানুষিক নির্যাতন। এরপর ভুক্তভোগীদের দিয়ে ফোন করিয়ে পরিবারকে জানাতে বাধ্য করা হতো যে তারা নাকি ইতালিতে পৌঁছে গেছে। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দিত চক্রটি। এই কৌশলে প্রতিটি পরিবারের কাছ থেকে ২০–২৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হতো।
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৬/৭/৮ ধারায় এক ভুক্তভোগী মামলা দায়ের করলে এনএসআইয়ের সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে ডিবি ওয়ারী জোন এ দু’জনকে গ্রেপ্তার করে। চক্রটির আরও সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।





