রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান
ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান | ছবি: সংগৃহীত
0

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’ বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র।

আরও পড়ুন:

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। এখনও এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলে জানান তিনি।

এএইচ