আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের সঙ্গে বাহেরচর গ্রামের লোকজনের বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে কাকাইলমোড়া এলাকার আ.লীগ নেতা জুলহাস মেম্বার মঞ্জু ও শাহ আলমের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন লোক দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাহেরচর গ্রামে হামলা চালায়।
আরও পড়ুন:
তিনি জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীরা বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় আসমা বেগম নামে এক নারী টেটাবিদ্ধসহ কমপক্ষে সাতজন আহত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।





