জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। রাত পৌনে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান।
মিরপুর পল্লবীর হারুন মোল্লা মাঠে গুম খুন ফ্যাসিবাদী কার্যক্রমের ডকুমেন্টারি ভিডিও চলাকালীন পরপর দু’টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানিয়েছেন, যে বগিতে আগুন দেয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। এটি রেলস্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
এদিন রাত ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর বাসাবোতে ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে মুরাদ নামের একজন আটক করেছে সবুজবাগ থানা।





