রাজধানীর পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২

বিস্ফোরিত ককটেল
বিস্ফোরিত ককটেল | ছবি: সংগৃহীত
0

জুলাই-আগস্টের অভ্যুত্থানের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ এবং একে ঘিরে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে রাজধানীসহ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

তবে এর মধ্যেই মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এছাড়া মোহাম্মদপুরের প্রিপ্রারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ বলছে, রাত ১২ টার পর পর দুটি মোটরসাইকেলে চারজন এসে স্কুলটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

আর ধানমন্ডিতে রাত সোয়া আটটার দিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে মোটরসাইকেলে দুজন এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এছাড়া ধানমন্ডি ২৭ নম্বরে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

এএইচ