গ্রেপ্তারকৃতরা হলেন—সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ খ ম নূরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, ফুকুরহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান।
আরও পড়ুন:
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত আড়াইটার দিকে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় তারা কার্যালয়ের সামনে পাটের বস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সেটি কার্যালয়ের দিকে নিক্ষেপ করে। এ ঘটনায় সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের দড়গ্রাম শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ‘গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার মামলায় আনিসুর রহমান ও মফিজুর রহমানকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত বছরের ১৩ আগস্ট দড়গ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে (৫৪ ধারায়) আ খ ম নূরুল হক ও খালেকুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়েছে।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘গ্রেপ্তার পাঁচ আসামিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’





