ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজন গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টার প্রেস উইং | ছবি: সংগৃহীত
1

রাজধানী ঢাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ (সোমবার, ১০ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল এবং পাশের সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন:

ডিএমপি ও র‌্যাব যৌথভাবে অভিযান শুরু করেছে, যাতে হামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।

এদিকে রাজধানীর সব চার্চ, মন্দির, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আন্তধর্মীয় ঐক্য বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

সরকার বলেছে, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

এসএস