আমদানি নিষিদ্ধ ৩ কনটেইনার ঘন চিনি জব্দ

জব্দকৃত ঘন চিনি
জব্দকৃত ঘন চিনি | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের সিটি গেইটে একটি বেসরকারি কনটেইনার ডিপো থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও আমদানি নিষিদ্ধ তিন কনটেইনার ঘন চিনি জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) তারা ঘন চিনি জব্দ করে।

কর্তৃপক্ষ জানায়, গত ১৬ আগস্ট সোডা অ্যাশলাইট ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে ৬০ হাজার ৪৮০ কেজি ঘন চিনি আমদানি করে ঢাকার মতিঝিলের এইচ পি ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। পরে চিনির চালানটি খালাস করতে নেয়া হয় সিটি গেইটের গোল্ডেন কনটেইনার ডিপোতে।

আরও পড়ুন:

শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থা থেকে গোপন সংবাদ পেয়ে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। পরে চট্টগ্রাম কাস্টম হাউসহ তিনটি পরীক্ষাগারে ল্যাব টেস্টে নিশ্চিত হয় আমদানিকৃত পণ্য ঘন চিনি। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

ঘন চিনি সাধারণ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি হওয়ায় বিভিন্ন বেকারি খাদ্য ও মিষ্টান্নে ঘন চিনি ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা।

এসএস