শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানায় এ জিডি করেন। জিডি নম্বর ১৮২২। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।
জিডিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর প্রেসক্লাব এলাকায় অবস্থানকালে রিদুয়ান হৃদয়ের ফোনে একটি অজ্ঞাতনামা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
পরে ওই হোয়াটসঅ্যাপ আইডিতে প্রবেশ করলে দেখা যায়, নাম্বার থেকে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। সেই সঙ্গে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। এরপর একই নাম্বার থেকে মোবাইল কলের মাধ্যমেও বারবার হুমকি প্রদান করা হয়।
এ বিষয়ে এনসিপি নেতা হৃদয় বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং মহানগর সমন্বয়ক কমিটির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে, আমি সাধারণ ডায়েরি করেছি। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনলে বোঝা যাবে এর পেছনে কোনো বড় ধরনের চক্রান্ত চলছে কি না। ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য্য ধরছি।’





