ডিবি জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের তুরাগ পাড় এলাকায় ২৫ লাখ টাকার ডাকাতির একটি ঘটনায় তদন্ত শুরু করে তারা। এরপর ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতজন এবং রাজধানীর কাকরাইল থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি নোয়া গাড়ি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ইলেকট্রিক শক মেশিন ও পাঁচ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ বলছে, চক্রটির সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





