রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে গতকাল (বুধবার, ৮ অক্টোবর) গভীর রাতে ঘটে দুর্ধর্ষ এই চুরির ঘটনা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ৩টার দিকে ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুইজন ব্যক্তি বোরকা পরে এসে দ্রুততার সঙ্গে দোকানের ভেতর ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়।
আরও পড়ুন:
দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে প্রায় ৪০০ ভরির মতো নতুন স্বর্ণালঙ্কার, ১০০ ভরির বন্ধকি স্বর্ণ এবং ৪০ হাজার টাকার মতো নগদ অর্থ ছিল।সবকিছুই লুট করে নিয়ে গেছে চোর চক্র।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডির ফরেনসিক দল। আলামত সংগ্রহের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ও পেশাদার চুরির ঘটনা বলে মনে হচ্ছে।





