রাজধানীর তেজগাঁওয়ে রোজারি চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

রোজারি চার্চ
রোজারি চার্চ | ছবি: সংগৃহীত
1

রাজধানীর তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দের পর ধোঁয়া দেখতে পান তারা। এ সময়, আতঙ্কে ছোটাছুটিও করতে দেখা যায় অনেককে। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

চার্চের নিরাপত্তা কর্মীরা জানান, দুইটি মোটরসাইকেলে চারজন ককটেল ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

ইএ