এখন টেলিভিশনে সংবাদ প্রচারের পর নোয়াখালীতে ৫ চাঁদাবাজ আটক

ভ্রাম্যমাণ আদালতে সবাইকে কারাদণ্ড

নোয়াখালীতে ৫ চাঁদাবাজ আটক
নোয়াখালীতে ৫ চাঁদাবাজ আটক | ছবি: এখন টিভি
3

এখন টেলিভিশনে সংবাদ প্রচারের পর নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে পাঁচ চাঁদাবাজকে আটক করা হয়। আটককৃত সবাইকে ভ্রাম্যমাণ আদালতের ১৮৬০ এর ১৮৮ ধারা ও ২৯০ ধারায় ২০০ টাকা করে অর্থদণ্ড ও আট দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দিনভর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর এখন টেলিভিশনে ‘নোয়াখালীতে পৌরসভার টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়ে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী সদরের বিভিন্ন স্থানে রাস্তায় চলমান যানবাহন থামিয়ে অবৈধভাবে টোল আদায় সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নোয়াখালী পৌরসভাধীন বিভিন্ন স্থান থেকে চলমান যানবাহন থামিয়ে অবৈধভাবে কথিত টোল আদায়ের সময় পাঁচজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন:

সরকারি আদেশ অমান্য করে যত্রতত্র গাড়ি থামিয়ে টোল আদায় ও এতে করে জনদুর্ভোগ ও গণ উপদ্রব সৃষ্টির বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। আধুনিক পৌর বাস টার্মিনালের ইজারাদার মো. জহিরুল ইসলামের ইন্ধনে তারা এ অপরাধ করেছেন বলে ভ্রাম্যমাণ আদালতে স্বীকারোক্তি দেন।

অপরাধ স্বীকার করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা ও ২৯০ ধারায় প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড ও আট দিন করে বিনাশ্রম কারাদণ্ড ধেয়া হয়। এসময় তারা ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে স্বীকার করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান, জাহিদ হাসান অপু ও মো. মুকসুদুস সালেহীন।

নোয়াখালী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল ভ্রাম্যমাণ আদালত ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস