ভ্রমমাণ আদালত

এখন টেলিভিশনে সংবাদ প্রচারের পর নোয়াখালীতে ৫ চাঁদাবাজ আটক
ভ্রাম্যমাণ আদালতে সবাইকে কারাদণ্ড
এখন টেলিভিশনে সংবাদ প্রচারের পর নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে পাঁচ চাঁদাবাজকে আটক করা হয়। আটককৃত সবাইকে ভ্রাম্যমাণ আদালতের ১৮৬০ এর ১৮৮ ধারা ও ২৯০ ধারায় ২০০ টাকা করে অর্থদণ্ড ও আট দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সিগারেট জব্দ
ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টায় উপজেলা সদর বাজারের রাকিব স্টোরে অভিযান চালায় ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।