ময়মনসিংহে ট্রেন থেকে যাত্রীর ব্যাগ চুরি; স্বর্ণ-নগদ অর্থসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার আসামি এবং উদ্ধার স্বর্ণালংকার
গ্রেপ্তার আসামি এবং উদ্ধার স্বর্ণালংকার | ছবি: এখন টিভি
2

ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেন থেকে যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর সেহরা ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ব্যাগে থাকা জমির মূল কাগজপত্রসহ সাত ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাব জানায়, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার হাটিশার গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আতিকুর রহমান গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন হতে নেত্রকোণাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোণার উদ্দেশে যাচ্ছিলেন। 

এসময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতরে জমির মূল দলিলপত্র, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ একটি ব্যাগ তার সিটের ওপরে বাংকারে রেখে দেন। সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রা বিরতির সময় স্ত্রী সন্তানদের সিটে রেখে তিনি জিআরপি মসজিদে নামাজ পড়তে যান।

আরও পড়ুন:

নামাজ শেষে এসে দেখেন বাংকারে রাখা ব্যাগটি নেই। কৌশলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ব্যাগটি নিয়ে যায়। এ ঘটনায় আতিকুর রহমান বাদি হয়ে রেলওয়ে থানায় অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

র‍্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তৎপরতা শুরু করে র‍্যাব-১৪। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যাক্তিকে ব্যাগ নিয়ে যেতে দেখা যায়।’ 

এরপর তার পরিচয় শনাক্ত হলে গতকাল রাত ১১টার দিকে নগরীর ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩২) ও রনি বনিক (৩৫) নামে দু’জনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাগসহ জমির মূল দলিলপত্র, পরিবারের ব্যবহৃত প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় আসামিদের ময়মনসিংহ রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‍্যাব-১৪ এর অধিনায়ক।

এসএইচ