চোর সন্দেহে কুকুর দিয়ে যুবককে ‘পৈশাচিক’ নির্যাতন; র‍্যাবের হাতে আটক ৩

গ্রেপ্তারকৃতরা আসামিরা ও নির্যাতিত
গ্রেপ্তারকৃতরা আসামিরা ও নির্যাতিত | ছবি: সংগৃহীত
0

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে যুবককে ধরে নিয়ে মারধরের পর কুকুর এলিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) সকাল দুপুর সাড়ে ১১ টায় কুমিল্লা র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা র‌্যাব-১১সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচংয়ের দেবপুরে সাকুরা স্টিল মিলে এক যুবককে আটকে রেখে বিদেশি ২টি কুকুর দিয়ে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতন করে।

ওই যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুর চন্দ্র সরকারের ছেলে। তবে সে বুড়িচংয়ের সাহেববাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে ভাঙারির ব্যবসা করে।

আরও পড়ুন:

মূলত কিছুদিন থেকে সাকুরা স্টিল মিলে তামার তার চুরির ঘটনা ঘটে। চোরকে ধরতে সাকুরা স্টিল মিলের পাহারাদাররা ওৎ পেতে থাকে।

এরই প্রেক্ষিতে গত শুক্রবার দুপুরে জয় চন্দ্র সরকার (৩০) স্টিল মিলে প্রবেশ করে। তখন আটককৃতরা চোর সন্দেহে ধাওয়া করে ধরে মিলের ভিতরে নিয়ে শারীরিক নির্যাতনের পৈশাচিকভাবে বিদেশি ২টি কুকুর লেলিয়ে কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে।

পরবর্তীতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এই ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

নির্যাতনে জড়িত আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর উপজেলার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৬)।

সেজু