ভুক্তভোগীর পরিবারের সদস্য ও সাংবাদিক আজিজুল হাকিম এ ঘটনায় সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে আজিজুল হাকিমের পরিবারের সঙ্গে চাচাতো ভাইয়ের স্ত্রী মধুমালা বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল।
এরই জেরে সোমবার সকালে মধুমালা বেগম, তার মেয়ে সুমাইয়া আক্তার, বোন রংমালা আক্তার, বোন জামাই মবজেল ও বাবা তোতা মিয়াসহ কয়েকজন বাঁশ ও লাঠি নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে।
আরও পড়ুন:
অভিযুক্তরা ঘরে ঢুকে গালিগালাজ শুরু করলে ভুক্তভোগীর ভাই নান্নু মিয়া প্রতিবাদ জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এসময় তাদের মা সম্পি বেগম বাধা দিতে গেলে তাকেও কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে আহত করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





