এর আগে, রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ষাইট ঘর তেওতা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সাতুরিয়া গ্রামের ইমরান শেখ (২৩), একই গ্রামের আশিক খাঁ (২৪), চরধুবলীয়া গ্রামের শিপন খাঁ (২৪), পয়লা গ্রামের ইয়াছিন শেখ (২২) এবং ভাঙ্গাবাড়ি গ্রামের ফরিদ শেখ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই পাঁচ যুবক তার গতিরোধ করে ওড়না টেনে টানাহেঁচড়ার মাধ্যমে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
এ সময় ছাত্রী ও তার বান্ধবী চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে পাঁচজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, ইভটিজিং ও শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আটককৃত পাঁচজনকে আজ আদালতে পাঠানো হয়েছে।





