টাঙ্গাইলে ৪৯ কেজি গাজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ আটক ৩ মাদক কারবারি
গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ আটক ৩ মাদক কারবারি | ছবি: এখন টিভি
2

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তুলা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলো ট্রাক চালক আমিনুল, হেলপার বাবু ও মোজাহিদ। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হবিগঞ্জ থেকে তুলা বোঝাই ট্রাকে মাদক দ্রব্য নিয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার রাতে কালিহাতির এলেঙ্গা থেকে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

এসময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ