আজ (বুধবার, ২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি সবার নজরে আসে। ঝুলন্ত মরদেহ পাওয়া নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন।
সরেজমিনে, বিশ্ববিদ্যালয়ে এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের বিপরীতে একটি গাছের চূড়ায় মরদেহটি ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার ছিল। তবে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন তারা।
শহীদ মিনার এলাকার একজন জানান, ভোরে আমরা লাশটি দেখতে পাই। তবে অবস্থা দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।