মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে।
এ অভিযোগের বিষয়ে দুদকে গোয়েন্দা কার্যক্রম শেষে প্রকাশ্যে অনুসন্ধানে নামে সংস্থাটি। গঠন করা হয় পৃথক তিনটি কমিটি। এবার অভিযুক্ত তিনজনসহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করে নোটিশ দিয়েছে দুদক।
দুদক মহাপরিচালক বলেন, ‘তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।’
দুর্নীতির অভিযোগ উঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানের দৃশ্যমান অগ্রগতি ও গ্রেপ্তারের দাবি বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তবে, সংস্থাটির মহাপরিচালক বলছেন, চাপ প্রয়োগ নয়, দুদকের প্রতি আস্থা রাখুন।
এদিকে, ঋণের নামে ৪০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পরিষদের সদস্য পারভিন হক সিকদার, রণ হক শিকদারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।