আজ (বুধবার, ১৪ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উপলক্ষ্যে 'ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ বা বিভাগীয় বিশেষ জজ আদালতগুলোকে ধাপে ধাপে হেল্পলাইনের আওতাভুক্ত করা হবে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীসহ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।