আজ (রোববার, ৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব কথা জানানো হয়।
চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলোর যাচাই বাছাই চলছে। আমরা আশা করছি, অন্তত দু’টি মামলার ফরমাল চার্জ এ মাসেই দাখিল করতে পারব।’
এসময় তিনি বলেন, 'প্রসিকিউশন টিম বসে নেই। অনেক কাজ হচ্ছে। ট্রাইব্যুনাল নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে।'
তিনি বলেন, 'যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। অচিরেই বিচারের অগ্রগতি দেখা যাবে। আয়নাঘর পরিদর্শন করতে গিয়ে মরণঘাতী বোমার ঝুঁকিতে পড়েছিল তদন্ত দল। জুলাই আগস্টের গণ-আন্দোলনে যাত্রাবাড়ীর শিক্ষার্থী তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৫ জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।'
ফার্মগেট এলাকার নাফিজ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৬ জুলাই দাখিলের নির্দেশ।