সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখল করা জমি ফিরে পেলো মুক্তিযোদ্ধা পরিবার

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখল করা জমি ফিরে পেলো মুক্তিযোদ্ধা পরিবার | এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ দখল করা ১৫ শতক জমি উদ্ধার করে জমির প্রকৃত মালিকগণ মুক্তিযোদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেছেন আদালত।

আজ (শুক্রবার, ৪ এপ্রিল) জেলা জজ আদালতের জারিকারক কামরুল ইসলাম জানান, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর বাজারে পাকা রাস্তার পাশে ১৫ শতাংশ জমি সরকারি জরিপকারক দিয়ে মেপে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জমিটি আছাদুজ্জামানের দখলমুক্ত হওয়ায় এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে উক্ত জমিতে আছাদুজ্জামানের তৈরি অবৈধ মার্কেট ভেকু দিয়ে গুড়িয়ে দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আছাদুজ্জামান যখন ডিএমপি কমিশনার ছিলেন তখন থেকেই তার গ্রামের এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল শুরু করেন। তবে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেত না।

বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এস.এম রেজওয়ান জানান, ‘গত ‘৯৭ সালে স্থানীয় মোসলেম গংদের নিকট থেকে উক্ত ১৫ শতক  জমি ক্রয় করে দখল গ্রহণ করি। এরপর ২০১৬ সালে তৎকালীন পুলিশের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে আলফাডাঙ্গা থানায় আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে রাতারাতি আসাদুজ্জামান মিয়া উক্ত জায়গায় মার্কেট নির্মাণ করেন। তিনি আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট, দুর্নীতিবাজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ এবং পুলিশের ডিএমপি কমিশনার হওয়ায় আমরা তার অবৈধ দখলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারিনি।’

৫ আগস্টে এসকল জুলুমবাজ অপশক্তির পতনের পর দীর্ঘ নয় বছর পরে আদালত অবৈধ দখলমুক্ত করে আজ ঢাকঢোল বাজিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছেন।


এসএইচ