ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক। এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় ২০২১ সালের ১৭ জানুয়ারি।
২০২২ সালের ১৮ অক্টোবর এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।