অবৈধ সম্পদ অর্জন: জি কে শামীমের সাড়ে ৫ বছরের সাজা

অপরাধ ও আদালত
0

২৯৭ কোটি টাকার অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার জি কে শামীমকে আদালত সাড়ে পাঁচ বছরের সাজা দিয়েছে। তবে তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক। এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় ২০২১ সালের ১৭ জানুয়ারি।

২০২২ সালের ১৮ অক্টোবর এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।


এসএইচ