অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস আলম ও তার স্ত্রীর নামে মামলা

অপরাধ ও আদালত
0

প্রায় সাড়ে ১৫শ' কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও মামলা হয়েছে সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে।

আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, এস আলমের মালিকের বিরুদ্ধে অবৈধভাবে ৭৯৬ কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

এছাড়াও তার স্ত্রী ফারজানা পারভীনও ৭৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আলাদা দু'টি মামলা করে দুদক।

এদিকে সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর প্রায় তিন কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ২১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।

এসএস